প্রকাশিত: Mon, Jan 29, 2024 9:26 AM
আপডেট: Mon, Jan 26, 2026 9:45 PM

[১]শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনালে ড. ইউনূসসহ ৪ জনের স্থায়ী জামিন

এম.এ. লতিফ, আদালত প্রতিবেদক: [২] রোববার শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ আসামির আপীল শুনানির জন্য গ্রহণ করে ৩য় শ্রম আদালতের রায় স্থগিত করেন এবং আপীল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের স্থায়ী জামিন মঞ্জুর করেন শ্রম আপিলেট ট্রাইব্যুনাল। সেই সাথে আগামী ০৩ মার্চের মধ্যে নিম্ন আদালতের নথি তলব করেছেন ট্রাইব্যুনাল।  

[৩] এর আগে সংশ্লিষ্ট আপীল ট্রাইব্যুনালে শ্রম আইন লঙ্ঘন মামলার ৬ মাসের দণ্ড বাতিল ও সাজা থেকে খালাস চেয়ে ২৫ যুক্তিতে আপীল আবেদন করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনের পক্ষে তাদের আইনজীবী ব্যারিস্টার মো. আব্দুল্লাহ আল মামুন।

[৪] ১ জানুয়ারি, ২০২৪, শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনকে ছয় মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করে রায় প্রদান করেছিলেন ঢাকার শ্রম আদালত-৩ এর বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা। রায়ে গ্রামীণ টেলিকমের সব শ্রমিককে তাদের ন্যায্য পাওনা ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছিল। সম্পাদনা : কামরুজ্জামান